দৈনিক গৌড় বাংলা

কমতে শুরু করেছে পদ্মা মহানন্দা ও পুনর্ভবার পানি

মাঝে একদিন স্থির থেকে পরেরদিন গত বুধবার পদ্মা ও মহানন্দায় কিছুটা পানি বাড়লেও গত বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানি কমেছে বলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে।
শুক্রবার সকাল ৯টায় পাঁকা পয়েন্টে পদ্মা নদীর পানির স্তর রেকর্ড করা হয়েছে ২০.৫১ মিটার। গত বৃহস্পতিবার ছিল ২০.৫৯ মিটার। কমেছে ৮ সেন্টিমিটার। এ নদীর বিপৎসীমা ২২.০৫ মিটার। বিপৎসীমার ১.৫৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।
অন্যদিকে মহানন্দা নদীর পানি একই সময়ে কমেছে ৪ সেন্টিমিটার। এ নদীর বিপৎসীমা ২০.৫৫ মিটার। গত শুক্রবার পানির উচ্চতা ছিল ১৮.৫০ মিটার। বিপৎসীমার ২.০৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে মহানন্দার পানি।
এছাড়া পুনর্ভবা নদীর পানি প্রবাহিত হচ্ছে ৩.০৯ মিটার নিচ দিয়ে। এ নদীর বিপৎসীমা হচ্ছে ২১.৫৫ মিটার। শুক্রবার সকাল ৯টায় রহনুপর পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয়েছে ১৮.৪৬ মিটার। গত ২৪ ঘণ্টায় কমেছে ৩ সেন্টিমিটার পানি।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন জানান, গত ১৮ আগস্ট পদ্মায় পানির উচ্চতা ছিল ২০.৭৭ মিটার, ১৯ আগস্ট ২০.৭৩ মিটার, ২০ আগস্ট ২০.৬২ মিটার, ২১ আগস্ট ২০.৪৯ মিটার, ২২ আগস্ট ২০.৪০ মিটার, ২৩ আগস্ট ২০.৪০ মিটার, ২৪ আগস্ট ২০.৪৪ মিটার, ২৫ আগস্ট ২০.৪৫ মিটার, ২৬ আগস্ট ২০.৪৮ মিটার এবং গত মঙ্গলবার ছিল ২০.৫৫ মিটার। মহানন্দায় গত ১৮ আগস্ট পানির উচ্চতা ছিল ১৮.৭৪ মিটার, ১৯ আগস্ট ১৮.৭২ মিটার, ২০ আগস্ট ২০.৬৬ মিটার, ২১ আগস্ট ১৮.৫৫ মিটার, ২২ আগস্ট ১৮.৪৫ মিটার, ২৩ আগস্ট ১৮.৪৬ মিটার, ২৪ আগস্ট ১৮.৪৭ মিটার, ২৫ আগস্ট ১৮.৪৭ মিটার, ২৬ আগস্ট ১৮.৪৭ মিটার এবং গত মঙ্গলবার পানির উচ্চতা ছিল ১৮.৫১ মিটার। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীর বিপৎসীমা হচ্ছে ২১.৫৫ মিটার। গত ১৮ আগস্ট পানির উচ্চতা ছিল ১৮.৮০ মিটার, ১৯ আগস্ট ১৮.৭৭ মিটার, ২০ আগস্ট ১৮.৭২ মিটার, ২১ আগস্ট ১৮.৬২ মিটার, ২২ আগস্ট ১৮.৫২ মিটার, ২৩ আগস্ট ১৮.৫৪ মিটার, ২৪ আগস্ট ১৮.৫৩ মিটার, ২৫ আগস্ট ১৮.৫১ মিটার, ২৬ আগস্ট ১৮.৪৯ মিটার এবং গত মঙ্গলবার পানির উচ্চতা ছিল ১৮.৫০ মিটার।

About The Author