দৈনিক গৌড় বাংলা

মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কবি কাজী নজরুল স্মরণে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালায় বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন, কুইজ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রথমেই প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে তিনটি ক্যাটাগরিতে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিষয় ছিল ইচ্ছেমত। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তিনটি ক্যাটাগরি, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীকে নিয়ে একটি ক্যাটাগরি ও নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের একটি ক্যাটাগরিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে তাদের পাঠ্যবইয়ে থাকা কাজী নজরুল ইসলামের কবিতা নিয়ে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হিসেবে বই ও কলম দেয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সহকারী শিক্ষক লুইশ মুর্মু, শিরিনা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সাঈদ মাহমুদ।

About The Author