কবরস্থানের খাদেম কবরস্থানেই কাজ করতে গিয়ে মৃত্যু বরন করেছেন। তিনি শেরপুরের নালিতাবাড়ী শহরের শাহী জামে মসজিদের খাদেম সেকান্দর আলী (৬৫)। গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে শাহী জামে মসজিদ কবরস্থানে তিনি মৃত্যু বরন করেন। এলাকাবাসীর সূত্রে, দরিদ্র সেকান্দর আলী জীবনের শুরু থেকে মৃত ব্যাক্তির জন্য কবর খুড়েই চলেছেন। এটিই ছিল তার পেশা। ভ্যাগের কি খেলা তার মৃত্যুও হল কবরের বেড়া নির্মান কাজ করতে করতে করবস্থানে কবরের কাছেই তার মৃত্যু হয়। পরে তাকে নালিতাবাড়ী হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। কবরস্থানের কবরের পাশে তার স্বাভাবিক মৃত্যু হওয়ায় নেকদারবান্দা হিসাবে সকলের নিকট দোয়া কামনা করেছেন এলাকাবাসী।