কপ-২৩ সম্মেলন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সনাকের মানববন্ধন

53

আগামী ৬ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিতব্য কপ-২৩ সম্মেলন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘জলবায়ু তহবিল প্রদান, অভিগম্যতা ও তার ব্যবহার এবং তদারকিতে সমতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সংগতি, জনঅংশগ্রহণ এবং শুদ্ধাচার চর্চা’ নিশ্চিতের দাবিতে টিআইবির অনুপ্রেরণায় গঠিক সচেতন নাগরিক কমিটি-সানক এ কর্মসূচির আয়োজন করে। চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, সনাক সভাপতি সেলিনা বেগম, সাবেক সভাপতি সাইফুল ইসলাম রেজা, এটিএম শহীদুল আলম প্রমুখ। দাবি সংক্রান্ত টিআইবি’র অবস্থানপত্র উপস্থাপন করেন সনাক সদস্য উম্মে সালমা হ্যাপি। দাবি গুলো হচ্ছে-
এসডিজি লক্ষ্যমাত্রার নিরিখে দারিদ্র্য বিমোচনের উদ্যোগসমূহ অব্যাহত রাখা এবং একইসাথে জলবায়ু পরিবর্তনজনিত ‘ক্ষয়-ক্ষতি’ হ্রাসে অভিযোজনের অতিরিক্ত হিসাবে পৃথক অর্থ বরাদ্দসহ উন্নয়ন সহায়তার ‘অতিরিক্ত’ জলবায়ু তহবিল যোগানের জন্য একটি সুনির্দিষ্ট এবং সময়োপযোগী পরিকল্পনা উপস্থাপন, দূষণকারী কর্তৃক ক্ষতিপূরণ প্রদান’ নীতি বিবেচনা করে ঋণ নয়, শুধু সরকারি অনুদান, যা উন্নয়ন সহায়তার ‘অতিরিক্ত’ এবং ‘নতুন’ প্রতিশ্রুতিকে স্বীকৃতি দিয়ে জলবায়ু অর্থায়নের সংজ্ঞায়ন করতে হবে, ২০১৮ থেকে ২০৩০ সাল পর্যন্ত সময়কালে উন্নয়নশীল দেশগুলোকে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার জলবায়ু তহবিল প্রদানে অভিযোজন বাবদ চাহিদা মাফিক সহায়তা প্রদানে একটি সুনির্দিষ্ট, চাহিদামাফিক রোডম্যাপ প্রণয়ন করতে হবে, অগ্রসর অর্থনীতি’র দেশগুলোর প্রস্তাবিত ‘১০০ বিলিয়ন ডলার এর রুপরেখা’য় অভিযোজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নশীল দেশসমূহের চাহিদাকে অগ্রাধিকার দেওয়া এবং জলবায়ু তহবিল বরাদ্দে অভিযোজন ও প্রশমন বাবদ অনুমোদিত ৫০:৫০ অনুপাত বজায় রাখতে হবে, তহবিল সংগ্রহ প্রক্রিয়ায় প্রতিশ্রুত ১০০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা হতে অভিযোজনের জন্য বরাদ্দ বৃদ্ধি করতে অভিযোজন কমিটিকে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করতে হবে যার মধ্যে কারিগরি সহায়তা অন্তর্ভুক্ত থাকতে হবে, স্বল্পোন্নত দেশে অভিযোজন বাবদ অর্থায়নের অতিরিক্ত হিসেবে ক্ষয়-ক্ষতি মোকাবেলায় তহবিল গঠন এবং অর্থায়নে ‘ফিজি আন্তর্জাতিক উদ্যোগ’ গ্রহণ করতে হবে, জলবায়ু-তাড়িত বাস্তুচ্যুতদের পুনর্বাসন, কল্যাণ এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে জিসিএফ এবং অভিযোজন তহবিল থেকে বিশেষ তহবিল বরাদ্দ নিশ্চিত করতে হবে, একটি স্বচ্ছ হিসাবরক্ষণ পদ্ধতি অথবা বৈশি^কভাবে গ্রহণযোগ্য একটি হিসাবরক্ষণ সফটওয়ার তৈরী করতে হবে, সবুজ জলবায়ু তহবিলের ট্রাস্টিবোর্ডের কাঠামো পূন:মূলায়নের মাধ্যমে একটি স্বচ্ছ এবং কার্যকর ট্রাস্টিবোর্ড গঠন করতে হবে, জলবায়ু অর্থায়নের নীতি’র আলোকে প্যারিস চুক্তির আওতায় উন্নত এবং উন্নয়নশীল উভয় ধরনের দেশের জন্য গ্রহণযোগ্য একটি প্যারিস চুক্তির আওতায় ‘‘স্বচ্ছতা কাঠামো” প্রণয়ন করতে হবে যেখানে ‘সামগ্রিক সুশাসন’ এর নির্দেশিকাগুলো অন্তর্ভুক্ত থাকবে,
এলাকা-ভিত্তিক জলবায়ু পরিবর্তনের প্রভাব যাচাই এবং প্রাপ্ত বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে চাহিদা অনুযায়ী (দীর্ঘ, মধ্য এবং স্বল্প মেয়াদী) উন্নয়ন সহযোগী দেশসমূহের সরকারি উৎস হতে অনুদানকে অগ্রাধিকার দিয়ে ২০৩০ পর্যন্ত অর্থায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ন্যূনতম পর্যায়ে পরিকল্পিত কার্যক্রম বাস্তবায়নে বিসিসিটিএফ এবং বিসিসিআরএফ এ উন্নয়ন সহযোগী দেশসমূহের প্রয়োজনীয় তহবিল বরাদ্দ অব্যাহত রাখতে হবে, সরকারি, বেসরকারি, এনজিও, সুশীল সমাজ এবং বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে জিসিএফ সংক্রান্ত কার্যক্রমের জন্য নির্দিষ্ট বিভাগ প্রতিষ্ঠা করতে,
মানবন্ধনে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ সদস্যসহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।