তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগান বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছেছেন। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি বাংলাদেশ সফর করছেন। এমিনি এরদোগান ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি বিশেষ বিমান রাত ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুৎ কাভুসোগলুু অপর একটি বিমানে ঢাকায় পৌঁছান। মিয়ানমারের রাখাইন রাজ্যে সর্বশেষ রক্তপাত ও সহিংতার প্রেক্ষিতে বাংলাদেশে নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশ শুরু হওয়ার পর তুরস্কের ফার্স্ট লেডি এই সফরে এলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তুরস্কের ফার্স্ট লেডি, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশে ইতোমধ্যেই ঢাকা ছেড়েছেন।