Last Updated on ডিসেম্বর ২৪, ২০২৪ by
ওলামা মাশায়েখদের মানববন্ধন : নিষেদ্ধের দাবি সা’দপন্থীদের কার্যক্রম
‘সা’দপন্থী কর্তৃক বিশ্ব ইজতেমা ময়দানে সংঘটিত হত্যাকা-ের বিচার ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় সা’দপন্থীদের সকল প্রকার কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ‘চাঁপাইনবাবগঞ্জ জেলার ওলামা মাশায়েখ, তাবলীগী সাথী ও সর্বস্তরের তৌহিদি জনতা’র ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।
বেলা সাড়ে ১১টার দিক থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- মুফতি আলী আশরাফ, মুফতি আলী আকবর, মুফতি আলী ইসহাক, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা হেদায়েতুল্লাহ, মাওলানা আলী হাসানসহ আরো অনেক আলেম।
পরে মুফতি আলী আশরাফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে ৪ দফা দাবি সংবলিত স্মারলিপি দেন।