বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ২, ২০২৪ by

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা দিলো বিসিবি

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজও খেলা হচ্ছে না বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া চোটের কারণে নেই মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ও। আফগানিস্তান সিরিজের দলে থাকা বাঁহাতি ওপেনার জাকির হাসান নেই এই সিরিজের দলে। তবে সেই সিরিজে অভিষিক্ত নাহিদ রানা দলে জায়গা ধরে রেখেছেন। এক বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। শান্ত, মুশফিক ও হৃদয়ের অনুপস্থিতিতে ব্যাটিং ইউনিটে ফের আস্থা রাখা হয়েছে আফিফের ওপর। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার এর আগে ৩১টি ওয়ানডে খেলেছেন বাংলাদেশের হয়ে, তিন অর্ধশতকে আছে ৬০০ রান। গত ১৭ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। এছাড়া সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাসদের সাথে নির্বাচকরা আস্থা রেখেছেন পারভেজ হোসেন ইমনের ওপর। দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের সাথে জাকের আলী অনিক পালন করবেন ফিনিশারের ভূমিকা। বোলিং ইউনিটে পেসার রয়েছেন নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও চোট কাটিয়ে ওঠা তানজিম হাসান সাকিব। আর স্পিন বিভাগ সামলাবেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড :
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

About The Author

শেয়ার করুন