শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ২০, ২০২৪ by

ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের সাবেক সিইওকে শিক্ষামন্ত্রী করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শিক্ষামন্ত্রী হিসেবে লিন্ডা ম্যাকমোহনকে বেছে নিয়েছেন। তিনি এক সময়ের ওয়ার্ল্ড রেসলিং সংস্খার (ডব্লিউডব্লিউই) সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী। লিন্ডাকে মনোনীত করার বিষয়ে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘গত চার বছর ধরে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের (এএফপিআই) বোর্ড চেয়ারম্য্যান হিসেবে লিন্ডা অভিভাবকদের অধিকার রক্ষায় দৃঢ় ভূমিকা রেখেছেন। এএফপিআই এবং আমেরিকা ফার্স্ট ওয়ার্কসে (এএফডব্লিউ) কাজ করে তিনি ১২টি রাজ্যে সর্বজনীন স্কুল বাছাই করা সুযোগ তৈরি করেছেন। এর মাধ্যমে তিনি শিশুদের পোসষ্ট কোড ও আয় নির্বিশেষে উচ্চমানের শিক্ষা পাওয়ার সুযোগ দিয়েছেন।’ ডনাল্ড ট্রাম্প লিন্ডাকে মনোনীত করার বিষয়ে আরও বলেন, “সারা দেশে সর্বজনীন স্কুল সম্প্রসারণে তিনি অক্লান্ত পরিশ্রম করবেন।” ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসনে ম্যাকমোহন বাণিজ্যমন্ত্রী ছিলেন এবং স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসবিএ) প্রধান ছিলেন। পেশাদার রেসলিং ফ্র্যাঞ্চাইজির সহ-প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সিইও ম্যাকমোহন ট্রাম্পপন্থি ব্যয় গ্রুপ আমেরিকা ফার্স্ট অ্যাকশনের নেতৃত্ব দেওয়ার জন্য ২০১৯ সালে এসবিএ থেকে পদত্যাগ করেন। তিনি থিংক ট্যাঙ্ক আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটেরও চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। গত ৫ নভেম্বরের নির্বাচনের আগে ট্রাম্প লিন্ডা ম্যাকমাহনকে একটি বিশেষ দল গঠনের দায়িত্ব দিয়েছিলেন। এই দলের কাজ ছিল নীতিমালা তৈরি এবং প্রশাসনের জন্য প্রয়োজনীয় ব্যক্তি বাছাই করা। ম্যাকমাহন শুরুতে বাণিজ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন। কারণ ম্যাকমাহন ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সি মেয়াদে ক্ষুদ্র ব্যবসার প্রশাসনের নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু ট্রাম্প তার পরিবর্তে হাওয়ার্ড লুটনিককে বাণিজ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেন। লুটনিক ক্যান্টর ফিটজেরাল্ডের সিইও। ট্রাম্প বলেছেন, তিনি নির্বাচনী প্রচারণায় শিক্ষা মন্ত্রণালয় বাতিল করার কথা বললেও কংগ্রেসের অনুমোদন ছাড়া এটি করা সম্ভব নয়।

About The Author

শেয়ার করুন