দৈনিক গৌড় বাংলা

সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ওয়ারিক্যানের ৩ উইকেট

দারুণ ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহের ভিত গড়ে দিলেন টনি ডি জর্জি ও টেম্বা বাভুমা। তবে শেষ দিকে বাঁহাতি স্পিনে লাগাম টেনে ধরলেন জোমেল ওয়ারিক্যান। দিন শেষে তাই বেশি দূর যেতে পারল না প্রোটিয়ারা। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ৩৪৪ রান। বৃষ্টিবিঘিœত প্রথম দিনে খেলা হয় মাত্র ১৫ ওভার। পর দিন তাই আধঘণ্টা আগে শুরু হয় খেলা। সব মিলিয়ে ৯৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৯ রান করে সফরকারীরা। ব্যাটিং সহায়ক উইকেটে দক্ষিণ আফ্রিকার ৮ ব্যাটসম্যান দুই অঙ্ক স্পর্শ করেন। কিন্তু ডি জর্জি ও বাভুমা ছাড়া আর কেউ পঞ্চাশ ছুঁতে পারেননি। থিতু হলেও তারা দুজন ইনিংসকে সেঞ্চুরিতে পরিণত করতে পারেননি। ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটিতে ১৪৫ বলে ৭৮ রানের ইনিংস খেলেন ডি জর্জি। আর টেস্ট ক্রিকেটে ৩ হাজার রান পূর্ণ করা বাভুমার ব্যাট থেকে আসে ১৮২ বলে ৮৬ রান। প্রোটিয়াদের ইনিংসে চারটি জুটি পঞ্চাশ ছুঁলেও কোনোটিতেই ৫৭ রানের বেশি আসেনি। এর সঙ্গে চল্লিশছোঁয়া জুটি ছিল আরও দুটি। বড় যুগলবন্দীর অভাবে ব্যাটিংবান্ধব উইকেটেও বড় সংগ্রহ গড়তে পারেনি। ১ উইকেটে ৪৫ রানে দিনের খেলা শুরু করে প্রথম ঘণ্টায় ট্রিস্টান স্টাবসের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ আগে ডি জর্জিকে ফেরান ওয়ারিক্যান। রিভার্স সুইপের চেষ্টা সমাপ্তি ঘটে জর্জির ৭ চার ও ২ ছক্কার ইনিংস। দ্বিতীয় সেশনে ডেভিড বেডিংহ্যাম ও রায়ান রিকেল্টনের সঙ্গে পঞ্চাশ ছোঁয়া জুটি গড়েন বাভুমা। ২৯ রান করে ফেরেন বেডিংহ্যাম। চা বিরতির আগে ওই একটি উইকেটই হারায় প্রোটিয়ারা। দিনের শেষ সেশনে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৩৩ ওভারের সেশনে তারা নেয় ৪টি উইকেট। বাভুমা ও রিকেল্টনের ইনিংসে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫৭ রানের জুটি ভাঙেন কেমার রোচ। পরে জেডেন সিলসের ফুল টসে এলবিডব্লিউ হন ৭ চার ও ১ ছক্কার ইনিংস খেলা প্রোটিয়া অধিনায়ক। এরপর হাল ধরেন কাইল ভেরেইনা ও উইয়ান মুল্ডার। দুজন মিলে ১২০ বলে গড়ে তোলেন ৫৭ রানের জুটি। ওয়ারিক্যানকে ফিরতি ক্যাচ দিয়ে ৩৯ রানে ফেরেন প্রায় সাত মাস পর টেস্ট খেলতে নামা ভেরেইনা ৩৯। দিনের শেষ ভাগের কয়েক ওভার কাগিসো রাবাদাকে নিয়ে কাটিয়ে দেন মুল্ডার।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১১৩ ওভারে ৩৪৪/৮ (মার্করাম ৯, ডি জর্জি ৭৮, স্টাবস ২০, বাভুমা ৮৬, বেডিংহাম ২৯, রিকেল্টন ১৯, ভেরেইনা ৩৯, মুল্ডার ৩৭*, মহারাজ ০, রাবাদা ১২*; রোচ ২০-৬-৫৩-২, সিলস ২২-৫-৫৭-২, মোটি ২৮-২-১০-৩-০, হোল্ডার ১৭-৭-৩৯-১, ওয়ারিক্যান ২০-২-৬৬-৩, ব্র্যাথওয়েট ৫-০-১৩-০, আথানেজ ১-০-৫-০)

About The Author