রবিবার, ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রমজান, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১৪, ২০২৪ by

ওডিআই র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আফ্রিদি

আইসিসি প্লেয়ার র‌্যাংকিংয়ে রাজত্ব করছে পাকিস্তানের ক্রিকেটাররা। বহুদিন ধরেই ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষ ব্যাটারের জায়গাটা ধরে রেখেছিলো বাবর আজম। এবার অজি ব্যাটারদের কুপোকাত করে বোলিং র‌্যাংকিংয়ে ১ নম্বরে ফিরেছেন পেসার শাহীন শাহ আফ্রিদি। অস্ট্রেলিয়া সিরিজে ৩ ম্যাচে ১২.৬২ গড়ে ৮ উইকেট শিকার করেছেন শাহীন। এতে করে আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে ১ নাম্বারে অবস্থান করছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬৯৬। পাকিস্তানের আরেক পেসার হারিস রউফ ১৪ ধাপ এগিয়েছেন, আছেন ১৩তম স্থানে। বোলিং র‌্যাংকিংয়ে ২ নাম্বারে আছেন রাশিদ খান। গত সপ্তাহে শীর্ষে থাকা স্পিনার কেশব মহারাজ দুই ধাপ নিচে নেমে ৩ এ অবস্থান করছেন। এক ধাপ নেমে ৪ নাম্বারে আছেন কুলদীপ যাদব। এদিকে বল হাতে ৯ ধাপ উন্নতি করেছেন মেহেদী হাসান মিরাজ। এখন তার অবস্থান ২৪ এ। মিরাজ উন্নতি করলেও অবনতি হয়েছে শরীফুলের। ১০ ধাপ নেমে তিনি এখন ৩৪ নাম্বারে। অন্যদিকে মোস্তাফিজুর রহমান এগিয়েছেন ৬ ধাপ । আফগানিস্তান সিরিজের ভালো রান করায় নাজমুল হোসেন শান্ত আইসিসি ব্যাটারদের র‌্যাংকিংয়ে ১১ ধাপ এগিয়ে আছেন ২৪ নাম্বারে। মুশফিকুর রহিমের অবনতি হয়েছে ৭ ধাপ। ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ এখন আছেন ৪ নাম্বারে। শীর্ষে আছেন মোহাম্মদ নবী। উন্নতি করেছেন ওমরজাই ও।

About The Author

শেয়ার করুন