শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ২০, ২০২৪ by

ওটিটির জগতে পা রাখলেন ইমন

দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা মামনুন হাসান ইমন। চলচ্চিত্র ও বিজ্ঞাপনে নিয়মিত অভিনয় করেন তিনি। তবে এতদিন ওটিটি প্ল্যাটফরম থেকে দূরে ছিলেন। একের পর এক প্রস্তাব পেয়েও নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি। শেষমেশ রায়হান রাফীর হাত ধরেই এই জগতে পা রাখতে চলেছেন ইমন। আগামী ৩০ সেপ্টেম্বর তাঁর অভিনীত প্রথম ওয়েব ছবি ‘মায়া’ মুক্তি পাবে বিঞ্জে। এরইমধ্যে প্রকাশ পেয়েছে পোস্টার, টিজার। ইমনের নতুন লুক পছন্দও করেছেন ভক্তরা। ইমন বলেন, ‘ভালো-মন্দ মিলিয়ে অনেক চলচ্চিত্রে অভিনয় করেছি। দেখা হলে অনেকেই বলেন, যদি একটু বেছে কাজ করতাম! আমিও আফসোস করি, আসলেই নির্মাতাদের মন জোগাতে গিয়ে যদি সব ছবিতে অভিনয় না করতাম তাহলে ক্যারিয়ার আরো উন্নত হতো। যাহোক, অনলাইন প্ল্যাটফরম আসার পর সিদ্ধান্ত নিয়েছিলাম, ভালো কোনো নির্মাতা, গল্প না পেলে কাজ করব না। অবশেষে রায়হান রাফীর ডাক পেলাম। গল্পটাও অসাধারণ। আমি ৩০ সেপ্টেম্বরের অপেক্ষায় আছি। দর্শক নতুন এক ইমনকে সেদিন আবিষ্কার করবে।’ ‘মায়া’তে যুক্ত হওয়ার পর থেকে অন্য কোনো কাজ নিয়ে মাথা ঘামাননি ইমন। তিনি মনে করেন, এই যে ত্যাগ, এটার ফল অবশ্যই আসবে। তিনি চুল কেটে ছোট করেছেন, মেকআপ টোন ডাউন করেছেন, সংলাপ বলার ধরন বদলেছেন-শুধু এই ওয়েব ছবির জন্য। ইমন বলেন, ‘আমাকে নতুন করে চিনতে পেরেছি। আসলে রাফী আমার কাছ থেকে আদায় করতে পেরেছেন। এই অভিনয় গুণটা আমার ভেতরে ছিল। তবে অন্য নির্মাতারা সেটা আদায় করতে পারেননি। রাফীর প্রতি কৃতজ্ঞ। তিনি আমার ক্ষুধাটাকে জাগিয়ে তুলতে পেরেছেন। আগামীতে ভালো কাজের ইচ্ছাটা তৈরি করে দিয়েছেন তিনি।’ ‘মায়া’ ছবিতে ইমনের জুটি হয়েছেন সারিকা সাবরিন। ৩০ সেপ্টেম্বর ছবিটির প্রিমিয়ারও অনুষ্ঠিত হবে বলে জানান ইমন।

About The Author

শেয়ার করুন