বুধবার, ১৮ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২১ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ২৫, ২০২৪ by

ওজন কমিয়ে চমকে দিলেন শাবনূর

দীর্ঘদিন পর সিনেমায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। ইতোমধ্যে তিনি ‘রঙ্গনা’ ছবির প্রথম লটের শুটিং সম্পন্ন করেছেন। দ্বিতীয় লটের শুটিংয়ের আগেই নিজের মাঝে আমূল পরিবর্তন এনেছেন এই নায়িকা। রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুইটি ছবি শেয়ার করেছেন শাবনূর। দেখেই বোঝা যাচ্ছে, ওজন কমানোর মাধ্যমে শরীরের মেদ ঝেড়ে ফেলেছেন অভিনেত্রী। সেটাও সিনেমার চরিত্রের প্রয়োজনে! নায়িকার এমন পরিবর্তন দর্শকরাও বেশ ভালোভাবে নিয়েছেন। তারা কমেন্ট বক্সে বাহবা দিচ্ছেন শাবনূরকে। পছন্দের নায়িকার কাছ থেকে ভক্তরাও দারুণ কিছু প্রত্যাশা করছেন। তাদের আশা, পর্দায় আবারও পুরোনো শাবনূরের দেখা মিলবে। অভিনেত্রীর সেই দুইটি ছবি শেয়ার করে ‘রঙ্গনা’ ছবির পরিচালক আরাফাত লিখেছেন, গল্পের প্রয়োজনে, দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরো দমে। গত মাসে ছবির শুটিং শেষ করে সিডনিতে গেছেন শাবনূর। শিগগিরই দেশে ফিরবেন তিনি। ঢাকায় ফিরলেই সিনেমার বাকি অংশের কাজ শেষ করবেন। শেষবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে বাংলাদেশে দেখা গিয়েছিল শাবনূরকে। সেদিন এফডিসিতে হাজির হয়ে চলচ্চিত্রবন্ধু-সহকর্মীদের সঙ্গে উচ্ছ্বসিত দেখা গেছে নায়িকাকে।

About The Author

শেয়ার করুন