দৈনিক গৌড় বাংলা

রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বাঙালির স্বাধিকার আন্দোলন, বঙ্গবন্ধুর নেতৃত্ব, মুজিবনগর সরকার গঠন, ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, চাঁপাইনবাবগঞ্জের মুক্তিযুদ্ধকালীন অবস্থা, দেশের স্বাধীনতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার ইতিহাস উঠে আসে বক্তাদের আলোচনায়।
জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রুহুল আমিন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম সাহিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, সিভিল সার্জন এসএম মাহমুদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ।
শিক্ষার্থীদের মধ্যে গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র সামিউল ইসলাম মুন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী নওশিন জাহান নুপুর, জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র মো. রাকিবুল হাসানসহ অন্যরা বক্তৃতা করেন।
আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এদিকে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, সুন্দরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, দেবীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমানসহ জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।
সভায় বক্তব্য দেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলী, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, মকবুল হোসেন ও আব্দুল মজিদ, সংগীতশিল্পী সৈয়দ শামসুল ইসলাম রানু, রহনপুর তোজাম্মেল হোসেন একাডেমির ছাত্র শামিউল হালিমসহ অন্যরা।

নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান সরকার, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং সুধীবৃন্দ।
ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মুনসুর শোয়াইব। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পিয়ার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা আশিষ কুমার দেব নাথসহ অন্যরা।

About The Author