Last Updated on এপ্রিল ৬, ২০২৫ by
এ মাসেই দুটি মামলায় ফরমাল চার্জ দাখিল সম্ভব : চিফ প্রসিকিউটর
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় এই মাসেই ফরমাল চার্জ দাখিল করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা তিনটি মামলার ফরমাল চার্জের ড্রাফট পেয়ে গিয়েছি। একটা হচ্ছে চানখারপুল, একটা হচ্ছে আশুলিয়া আর একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগের মামলা। খুব সহসাই দুটো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসেই হয়ত দুটো মামলার ফরমাল চার্জ দাখিল করা সম্ভব হবে।’
কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালের জুলাই মাসে আন্দোলন শুরু করে বৈষম্যবিরোধী ছাত্ররা। এ-সংক্রান্ত হাইকোর্টের এক রায়কে কেন্দ্র করে ফুসে উঠে ছাত্র-জনতা।
এ আন্দোলন নির্মূল করতে বিগত আওয়ামী লীগ সরকার প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডারদের দিয়ে হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে।
টানা ৩৬ দিনের ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানে ৫ আগস্ট দেশত্যাগ করে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দীর্ঘ প্রায় ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের পতন হয়।
আন্দোলন নির্মূলে পরিচালিত মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।