রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালা থেকে পাঠ গ্রহণ করে পাস করা ছয়জন এসএসসি পরীক্ষার্থীকে বৃহস্পতিবার সংবর্ধনা দেয়া হয়েছে। তারা সকলে ক্ষুদ্র জাতিসত্তার কোল সম্প্রদায়ের শিক্ষার্থী। এ সময় কোল সম্প্রদায়ের আরো দুজন শিক্ষার্থীকেও সংবর্ধনা দেয়া হয়। তারা নজিপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে।
দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে তাদের সংবর্ধনা দেয় তাবিথা ফাউন্ডেশন নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
বিএলইএলসি, রাজশাহী সার্কেলের রেভা সবান কিস্কুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মার্ডী, মুন্ডুমালা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সুনীল কুমার মাঝি, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, তাবিথা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক স্টেফান সরেন, সভাপতি কর্ণেলিয়াস মুরমু, সহসভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম, বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের অনুষ্ঠান কর্মকর্তা প্রদীপ হেমব্রম।
বক্তারা বলেন, ক্ষুদ্র জাতিসত্তার কোল সম্প্রদায়ের মধ্যে উচ্চ শিক্ষিতের হার কম। তাই এ সম্প্রদায়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য ভালোভাবে পড়াশোনা করতে হবে। আজ যারা মাধ্যমিক শ্রেণি উত্তীর্ণ হয়েছে, তারাই উচ্চশিক্ষা গ্রহণ করে অন্যদের জন্য আদর্শ হয়ে দাঁড়াবে। তাদের অনুকরণ করেই শিশু শিক্ষার্থীরা পড়াশোনায় এগিয়ে যাবে। শিক্ষিত যুবরা তাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে আরো অনেক দূর। উচ্চশিক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তার আশ্বাসও দেন বক্তারা।