মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক উন্নয়ন সংস্থা ‘হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি’ আয়োজিত ‘এশিয়া-প্যাসিফিক হাউজিং ফোরাম ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৩’- এ ‘সিভিল সোসাইটি হাউজিং ইমপ্যাক্ট’ ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা পেয়েছে সাসটেইনেবল এন্টার প্রাইজ প্রজেক্ট-এর ‘উপকূলীয় অঞ্চলে পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী ও প্রযুক্তি ব্যবহার বৃদ্ধির উদ্যোগ’ উপ-প্রকল্প। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সাসটেইনেবল এন্টার প্রাইজ প্রজেক্টের আওতায় উপ-প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)’।
হ্যাবিট্যা ফর হিউম্যানিটি প্রতি দুবছরে ‘এশিয়া-প্যাসিফিক হাউজিং ফোরাম’ শীর্ষক দ্বিবার্ষিক সম্মেলন আয়োজন করে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সহজলভ্য আবাসন ব্যবস্থাসহ বিভিন্ন সমাধান প্রদান করার কারণে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করা হয়।
এ বছর হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি এবং ইউনাইটেড নেশনস ইকোনোমিক অ্যান্ড সোসাল কমিশন ফর এসিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক একসঙ্গে এই আয়োজন করে।
এছাড়াও এবারের আয়োজনের সহযোগিতায় ছিলো বিশ্বব্যাংক, এডিবি, সুইচ এশিয়া-ইইউ, ইউএন হ্যাবিট্যাট, নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড নেশন গ্লোবাল কমপ্যাক্টসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা।
২০২৩ সালে ৩১০০টিরও বেশি আবেদনের মাঝ থেকে ৩টি ক্যাটাগরিতে বিভিন্ন দেশের মোট ৬টি প্রকল্প/সংস্থা পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে কোডেক কর্তৃক বাস্তবায়িত প্রকল্পটি ‘সিভিল সোসাইটি হাউজিং ইমপ্যাক্ট’ ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা পেয়েছে।
বাংলাদেশ সরকারের সহায়তায় বিশ্বব্যাংক ও পিকেএসএফ- এর যৌথ অর্থায়নে দেশের ৩৭টি জেলায় ‘সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)’টি বাস্তবায়ন করছে পিকেএসএফ। প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোগে পরিবেশগতভাবে টেকসই চর্চা রপ্তকরণের জন্য ৬০ হাজারের অধিক ক্ষুদ্র উদ্যোগে বিভিন্ন আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে।
এসইপি-এর ‘উপকূলীয় অঞ্চলে পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী ও প্রযুক্তি ব্যবহার বৃদ্ধির উদ্যোগ’ উপ-প্রকল্পের মাধ্যমে পোড়া ইটের বিকল্প পরিবেশবান্ধব ‘হলোব্লক’ ও ‘সলিডব্লক’ তৈরি করার জন্য বাগেরহাট, নোয়াখালী, পটুয়াখালী, ও খুলনা জেলার ২২৬ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী তৈরি ও সংশ্লিষ্ট প্রযুক্তি সম্প্রসারণ করার জন্য বিভিন্ন আর্থিক, কারিগরি, ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হয়েছে।
এছাড়াও, প্রকল্পের আওতায় তৈরিকৃত নির্মাণসামগ্রীর ব্যবহার বৃদ্ধি ও বাজারজাতকরণের জন্য উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা হ্রাস, পরিবেশে সংরক্ষণে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ প্রদান করে। উপকূলীয় জলবায়ুর সাথে মানানসই পরিবেশবান্ধব ‘প্রি-ফেব্রিকেটেড কংক্রিট’ নির্মাণকেন্দ্র এবং টেকসই বিল্ডিংহাব ইত্যাদির মাধ্যমে ক্ষুদ্র-উদ্যোক্তাদের উন্নত প্রযুক্তির সাথে পরিচিত করছে। এতে উদ্যোগক্তাদের উৎপাদন সক্ষমতা এবং পণ্যের গুণগতমান বৃদ্ধি পাচ্ছে। ফলে সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে দক্ষতা ও সচেতনতা বেড়েছে, উন্নত হচ্ছে তাদের জীবযাত্রারমান।
এসকল কর্মকা-ের ফলে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি জলবায়ু সহিষ্ণু আবাসনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, যার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা অর্জন করেছে কোডেক।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পিকেএসএফ-এর সহযোগিতায় কোডেক-এর ক্লাইমেট-রেজিলিয়েন্ট হাউজিং প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু সহিষ্ণু ও পরিবেশবান্ধব কংক্রিট ব্লক ব্যবহার বৃদ্ধি পেয়েছে। যার ফলে উপকূলীয় অঞ্চলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহার বাড়ছে এবং নিরাপদ ও টেকসই স্থাপনা নির্মিত হচ্ছে।
উল্লেখ্য, এবছর ২৬-২৭ অক্টোবর ২০২৩ দক্ষিণ কোরিয়ার সুউন শহরে জমকালো আয়োজনের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। খবর বিজ্ঞপ্তির।