সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ৩, ২০২৪ by

এমিলি ব্লান্ট ও আমির খানকে সম্মাননা দিবে রেড সি

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার বসবে উৎসবের চতুর্থ আসর। তার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত করা হবে বলিউড ও হলিউডের দুই সুপারস্টার আমির খান ও এমিলি ব্লান্টকে। আগামীকাল বৃহস্পতিবার এই অনুষ্ঠানের উদ্বোধন হবে। উৎসব চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, আমির খান তার সুপারহিট সিনেমা ‘দঙ্গল’ সিনেমার জন্য সম্মাননা পাবেন। আর এমিলি ব্লান্টকে সম্মানিত করা হবে গেল বছরের আলোচিত ‘অপেনহাইমার’ সিনেমায় অভিনয়ের স্বীকৃতি হিসেবে। তবে দুই তারকাকেই তাদের সফল ক্যারিয়ার এবং চলচ্চিত্র শিল্পে দীর্ঘস্থায়ী প্রভাবের জন্য নির্বাচিত করা হয়েছে। আগেই ঘোষণা করা হয়েছে ২০২৪ সালের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের অন্যান্য সম্মাননা প্রাপ্তদের মধ্যে আছেন ভায়োলা ডেভিস এবং মিশরের মোনা জাকি। এই খবরে বেশ উচ্ছ্বসিত আমির খান। তিনি এ প্রসঙ্গে ভ্যারাইটিকে বলেন, ‘চলচ্চিত্র আমার জীবনের ভালবাসা। চলচ্চিত্রের একজন কর্মী হিসেবে বিশ্বজুড়ে অসাধারণ শিল্পীদের পরিবারের একজন হয়ে উঠতে পারা আমার জন্য অনেক সম্মানের বিষয়। রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দ্বারা সম্মানিত হওয়া আমার কাছে গর্বের। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে, অন্যদের থেকে শিখতে এবং একসাথে গল্প করতে আগ্রহী।’ এমিলি ব্লান্ট বলেন, ‘রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেয়ার অপেক্ষায় আছি। এই বছরের সম্মানিতদের একজন হতে পেরে কৃতজ্ঞ। আমি এই উৎসবে চলচ্চিত্রের নতুন এবং তরুণ প্রতিভাদের জন্য যে উদ্যোগগুলো নেয়া হয়েছে তার প্রতি খুবই উৎসাহিত। বিশেষ করে তারা চলচ্চিত্রে নারীদের ক্ষমতায়ন এবং তাদের কণ্ঠস্বর তুলে ধরার ভূমিকাকে মন থেকে প্রশংসা করি।’

About The Author

শেয়ার করুন