Last Updated on জুলাই ১৮, ২০২৪ by
এমির মনোনয়নে এগিয়ে ‘শোগুন’
টেলিভিশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীতদের তালিকা ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে ঘোষিত ৭৬তম এমি অ্যাওয়ার্ডের নমিনেশনে সর্বোচ্চ ২৫টি মনোনয়ন পেয়ে শীর্ষে রয়েছে জনপ্রিয় সিরিজ ‘শোগুন।’ এফএক্স-এর সিরিজটি এ বছর সেরা ড্রামা, সেরা অভিনেতাসহ ২৫ টি মনোনয়ন বাগিয়ে নিয়েছে। এফএক্স-এর আরেক সিরিজ ‘দ্য বিয়ার’ ২৩টি মনোনয়ন অর্জন করে দ্বিতীয় স্থানে রয়েছে। কমেডি-সিরিজ হিসেবে এটি রেকর্ডসংখ্যক মনোনয়ন। হুলু’র ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ পেয়েছে ২১টি মনোনয়ন। এইচবিও/ম্যাক্সের ‘ট্রু ডিটেকটিভ: নাইট কান্ট্রি’ পেয়েছে ১৯টি, এবং নেটফ্লিক্সের ‘দ্য ক্রাউন’ ১৮টি মনোনয়ন পেয়ে সেরা পাঁচের মধ্যে রয়েছে। সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন ইদ্রিস এলবা (হইজ্যাক), ডোনাল্ড গ্লোভার (মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ), ওয়ালটন গগিন্স (ফলআউট), গ্যারি ওল্ডম্যান (স্লো হর্সেস), হিরোয়ুকি সানাদা (শোগুন) এবং ডমিনিক ওয়েস্ট (দ্য ক্রাউন)। অন্যদিকে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন ক্রিস্টিন বারানস্কি (দ্য গিল্ডেড এজ), নিকোল বেহারি (দ্য মর্নিং শো), এলিজাবেথ ডেবিকি (দ্য ক্রাউন), গ্রেটা লি (দ্য মর্নিং শো), লেসলি ম্যানভিল (দ্য ক্রাউন), কারেন পিটম্যান (দ্য মর্নিং শো) এবং হল্যান্ড টেলর (দ্য মর্নিং শো)। সেরা ড্রামা সিরিজের জন্য লড়বে ক্রাউন (নেটফ্লিক্স), ফলআউট (প্রাইম ভিডিও), দ্য গিল্ডেড এজ (এইচবিও), দ্য মর্নিং শো (অ্যাপল টিভি+), মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ (প্রাইম ভিডিও), শোগুন (এফএক্স), স্লো হর্সেস (অ্যাপল টিভি+), থ্রি বডি প্রবলেম (নেটফ্লিক্স)। এবারের মনোনয়নে সামগ্রিকভাবে নেটফ্লিক্স সর্বোচ্চ মনোনয়ন পেয়ে শীর্ষে রয়েছে। সর্বমোট ৩৫টি প্রোগ্রাম মিলিয়ে ১০৭টি মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্স, ৯৩টি মনোনয়ন পেয়েছে এফএক্স, ৯১টি মনোনয়ন এইচবিও এবং ৭২টি মনোনয়ন বাগিয়ে নিয়েছে অ্যাপল টিভি। বুধবার এল ক্যাপিটান থিয়েটারে একটি অনুষ্ঠান থেকে টনি হেল, শেরিল লি রাল্ফ এবং টেলিভিশন একাডেমির চেয়ার ক্রিস অ্যাব্রেগো এই বছরের মনোনীতদের নাম ঘোষণা করেছেন। লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটার থেকে ১৫ সেপ্টেম্বর বিকাল ৫-৮টা পর্যন্ত সরাসরি সম্প্রচারিত হবে ৭৬তম এমি অ্যাওয়ার্ড।