এবার স্লো ওভার-রেটের জন্য শাস্তি পেলো পাকিস্তান
রাওয়ালপিন্ডি টেস্টে স্লো ওভার-রেটের জন্য শাস্তি পেয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। বড় ব্যবধানে হারের পর ওভারের মন্থরগতির কারণে পাকিস্তানকে তাদের ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ৬ পয়েন্ট কাটা গেছে শান মাসুদের দলের। যেখানে বাংলাদেশের খেলোয়াড়রা জরিমানা দেবে ম্যাচ ফি’র ১৫ শতাংশ, সঙ্গে গেল তিনটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট। আইসিসির আচরণবিধি অনুযায়ী, বরাদ্দকৃত সময়ে প্রতি ওভার কম করার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। রাওয়ালপিন্ডিতে ১০ উইকেটে হারা ম্যাচে পাকিস্তান পিছিয়েছিল ৬ ওভার। অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, প্রতিটি ওভারের জন্য ১ পয়েন্ট করে কাটা যায়। এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে দুই দলের শাস্তির সিদ্ধান্ত দিয়েছেন। পাকিস্তান সময়ের লক্ষ্যমাত্রা থেকে ছয় ওভার কম ও বাংলাদেশ তিন ওভার কম করেছিল। পাকিস্তানের ক্যাপ্টেন শান মাসুদ এবং বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত অপরাধ মেনে নিয়ে নিষেধাজ্ঞাগুলি গ্রহণ করেছেন, তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। এদিকে, রাওয়ালপিন্ডি টেস্টে আইসিসি কোড অফ কন্ডাক্টের লেভেল ১ লঙ্ঘনের জন্য বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি, সাকিবের শাস্তিমূলক রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে, ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম অপরাধ।