শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ৪, ২০২৫ by

এবার স্পেনে যাচ্ছে ‘মাস্তুল’

গত মাসে অনুষ্ঠিত মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে মোহাম্মদ নূরুজ্জামানের সিনেমা ‘মাস্তুল’। উৎসবে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড (জুরি) জিতেছে সিনেমাটি। এবার স্পেনের এক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেল মাস্তুল। আগামী ১ সেপ্টেম্বর থেকে স্পেনের মাদ্রিদ শহরে বসছে ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। এই উৎসবে সেরা মানবিক চলচ্চিত্রের জন্য লাইফ অ্যাওয়ার্ড বিভাগে মনোনীত হয়েছে বাংলাদেশের সিনেমাটি। ইমাজিন ইন্ডিয়ার ওয়েব সাইটে এ নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে। নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানিয়েছেন, মস্কোতে মাস্তুলের প্রিমিয়ারের পর অনেক জায়গা থেকে সিনেমাটি নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে মাস্তুল। সব ঠিক থাকলে উৎসবে যোগ দিতে সেপ্টেম্বরের শুরুতে স্পেনের উদ্দেশে যাত্রা করবেন বলেও জানান তিনি। জলে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে নির্মিত হয়েছে মাস্তুল। সিনেমাটির ইংরেজি নাম ‘বিয়ন্ড দ্য মাস্ট’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যা প্রমুখ।

About The Author

শেয়ার করুন