দৈনিক গৌড় বাংলা

মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

এবার সেন্সরে যাচ্ছে রঙবাজার

এশিয়ার বৃহৎ যৌনপল্লী ছিল নারায়ণগঞ্জের টানবাজার। ৪০০ বছরের পুরনো এই পল্লী ১৯৯৯ সালের জুলাইয়ের এক রাতে গুঁড়িয়ে দেওয়া হয়। সেই গল্প নিয়ে ২০২২ সালে রাশিদ পলাশ নির্মাণ করেন ‘রঙবাজার’। ছবিটিতে অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন চুমকি, জান্নাতুল পিয়া, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, বড়দা মিঠুসহ অনেকে। লাইভ টেকনোলজি প্রযোজিত ছবিটি বেশ আগে শুটিং ও পোস্ট প্রডাকশনের কাজ শেষ হয়েছিল। তবে সেন্সর নিয়ে সংশয় থাকার কারণে এতদিন ছবিটি জমা দেননি পরিচালক। রাশিদ পলাশ বলেন, ‘আমার ছবিটি সত্য ঘটনা অবলম্বনে। এ ধরনের গল্প নিয়ে যাঁরা ছবি নির্মাণ করেছেন, তাঁদের ছবিগুলো একের পর এক সেন্সর বোর্ডে আটকে গেছে। আমিও ভয় পেয়েছিলাম। কারণ স্পর্শকাতর গল্প নিয়ে ছবিটা। যদিও আমি অতিরঞ্জিত কিছু দেখাইনি। তার পরও কথায় আছে, চুন খেয়ে গাল পুড়লে দই দেখলেও ভয় লাগে। এখন দেশের পটপরিবর্তন হয়েছে। আশা করছি, আর সমস্যা হবে না।’ রাশিদ পলাশ চান, সেপ্টেম্বরেই ছবিটি মুক্তি পাক। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের সিদ্ধান্তকেই তিনি প্রাধান্য দেবেন। তাঁরা যদি পেছাতে চান, পলাশের আপত্তি নেই। তিনি বলেন, ‘আগামী সপ্তাহে প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে ছবিটি জমা দেব। তাঁরা হয়তো দু-এক দিনের মধ্যেই সেন্সরে জমা দেবেন।’ গোলাম রাব্বানির চিত্রনাট্যে ‘রঙবাজার’-এর সংগীত করেছেন জাহিদ নীরব।

About The Author