শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ৪, ২০২৪ by

এবার লোকসভা নির্বাচনে যা কিছু নতুন

ভারতের উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ প্রদেশে সাত ধাপে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ছয় সপ্তাহব্যাপী এই নির্বাচনের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত লোকসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ। তবে গতবারের তুলনায় তারা ৬৮টি আসনে পিছিয়ে আছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই নির্বাচনে অনেক নতুন ধারা দেখা গিয়েছে। উদাহরণস্বরূপ, এতে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পঞ্চম ও ষষ্ঠ ধাপে পুরুষদের তুলনায় নারী ভোটারদের অংশগ্রহণ বেশি। মোট ৯৭ কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে ভোট দিয়েছে ৬৪ কোটি ২০ লাখ। তাঁদের মধ্যে নারী ভোটারের সংখ্যা প্রায় ৩১ কোটি ২০ লাখ। এবার প্রথমবারের মতো বাড়িতে বসে ভোট দেওয়ার সুবিধা চালু করা হয়েছে। ৮৫ বছরের বেশি বয়সী ও শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিরা বাড়িতে বসেই ভোট দিতে পেরেছেন। কমিশন আরও জানিয়েছে, এবার জম্মু ও কাশ্মীরে রেকর্ড সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। প্রায় ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট পড়েছে। যা ৩৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, কাশ্মীর উপত্যকায় ৫১ শতাংশের বেশি মানুষ ভোট দিয়েছেন। ওই রাজ্যের তিনটি সংসদীয় নির্বাচনি এলাকায় গত নির্বাচনের তুলনায় ৩০ পয়েন্ট বেশি। সূত্র: বিবিসি

About The Author

শেয়ার করুন