শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ৭, ২০২৪ by

এবার মেগাস্টারদের টক্কর দিয়ে স্পাই ইউনিভার্সে আলিয়া

ক্যারিয়ারের শুরুতে ‘নেপোটিজম’ বিতর্ক পিছু নিলেও নিজের অভিনয় প্রতিভা দিয়ে সব শ্রেনীর দর্শকদের মন জয় করেছেন মহেশ ভাটকন্যা ও রণবীর পতœী আলিয়া ভাট। বর্তমানে বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী তিনি। গত বছর মা হয়েছেন আলিয়া। ফিল্মি ক্যারিয়ারে পার করছেন সোনালি সময়। এরইমধ্যে আরো এক সুসংবাদ এলো আলিয়া ভক্তদের জন্য। এবার শাহরুখ-সালমানদের মতো মেগাস্টারদের টক্কর দেবেন অভিনেত্রী। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে প্রবেশ করলেন আলিয়া। এক দশকের ক্যারিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন আলিয়া ভাট। জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার-এর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গন থেকেও পুরস্কার উঠেছে তাঁর হাতে। আর এবার শাহরুখ, সালমান, হৃতিকদের সঙ্গে পাল্লা দিয়ে নারী স্পাই ইউনিভার্স-এ নাম লেখালেন আলিয়া ভাট। গত শুক্রবার ইনস্টাগ্রামে মোশন পোস্টার প্রকাশ্যে এনে সিনেমার নাম ঘোষণা করলেন আলিয়া ভাট। এতে হলিউডের ‘হার্ট অফ স্টোন’ সিনেমার মতোই দুরন্ত অ্যাকশন সিকোয়েন্সে দেখা যাবে অভিনেত্রীকে। ইন্ডিয়া টিভি’র প্রতিবেদন অনুসারে, নির্মাতা আদিত্য চোপড়ার হাত ধরেই গোয়েন্দা জগতে পা রাখছেন আলিয়া। তার সঙ্গী শর্বরী ওয়াঘ। এর আগে যশরাজের ব্যানারে নারী গোয়েন্দা চরিত্রে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফকে। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজিতে আইএসআই এজেন্ট জোয়ার ভূমিকায় নজর কেড়েছেন ক্যাটরিনা। অন্যদিকে ‘পাঠান’-এ শাহরুখের পাশে আইএসআই এজেন্ট রুবিনার চরিত্রে বাজিমাত করেছিলেন দীপিকা। যশরাজের স্পাই ইউনিভার্স-এ সম্প্রতি যোগ দিয়েছেন কিয়ারা আদভানিও। হৃতিক রোশন, জুনিয়র এনটিআর-এর ‘ওয়ার ২’-এ দেখা যাবে তাকে নারী গোয়েন্দার ভূমিকায়। এবার চমক দিলেন আলিয়া ভাট। কোনো ‘হিরো খচিত’ গোয়েন্দা সিনেমায় নয়, বরং নারী কেন্দ্রিক গোয়েন্দা জগতের মুল ভূমিকায় আলিয়া। সিনেমার নাম ‘আলফা’। ইতোমধ্যেই এর শুটিং শুরু হয়েছে। এদিকে যশরাজের ব্যানারে আলিয়ার ধুন্ধুমার অ্যাকশন সিনেমার ঘোষণা শুনেই উচ্ছ্বাস প্রকাশ করছেন আলিয়ার অনুরাগীরা। শাহরুখ-সালমান-হৃতিকদের নিয়ে তৈরি যশরাজের পুরুষতান্ত্রিক স্পাই ইউনিভার্সে এবার আলিয়া ভাট কতটা বাজিমাত করতে পারেন সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা।

About The Author

শেয়ার করুন