আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার দৌড়ে থাকা রিপাবলিকান নেতা মার্কো রুবিও এবার বিশাল জয়ের দেখা পেলেন। পুয়ের্তো রিকোয় বাকি দুই শক্ত প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ও টেড ক্রুজকে পেছনে ফেলেছেন তিনি।
এর আগে, গত শনিবার টেড ক্রুজ বাদে বাকি প্রতিদ্বন্দ্বীদের সরে দাঁড়ানোর আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। একই আহ্বান টেড ক্রুজের পক্ষ থেকেও আসে। এরই এক দিনের মাথায় জয় নিশ্চিত করলেন রুবিও। পুয়ের্তো রিকোর এ জয় মার্কো রুবিওর প্রচারাভিযানে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।