রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাবান, ১৪৪৬ হিজরি

Last Updated on জানুয়ারি ১২, ২০২৫ by

এবার বিয়ের পিঁড়িতে বসলেন পড়শী


জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী। ২০০৮ সালে ‘ক্ষুদে গানরাজ’ -এ ২য় রানার আপ হওয়ার মাধ্যমে মূলত সংগীত নিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর গানের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। পাশাপাশি অভিনয়েও বেশ পারদর্শী। এদিকে চলতি বছরের শুরুতে ২য় বিয়ে করেছেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। তাহসানের পর এবার বিয়ের খাতায় নাম লেখালেন সাবরিনা এহসান পড়শী। যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে পড়শীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠজনরা গণমাধ্যমকে পড়শী ও নিলয়ের বিয়ের খবর নিশ্চিত করেছেন। সংগীতশিল্পীর মা গণমাধ্যমকে জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে তারা আপাতত কিছু বলতে চান না। গণমাধ্যমকে তাদের পরিবারের ঘনিষ্ঠজনরা জানান, কবে কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চান না । উল্লেখ্য, ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে পড়শী ও নিলয় প্রতিযোগী ছিলেন। তারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন।

About The Author

শেয়ার করুন