এবার ফিফটির দেখা পেলেন সাব্বির

65

2

জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টি-২০ সিরিজে হেসেই চলেছে সাব্বির রহমানের ব্যাট। তবে প্রথম ও দ্বিতীয় টি-২০ তে ফিফটি করতে পারেননি বাংলাদেশের এই হার্ডহিটার। সিরিজের তৃতীয় ম্যাচে অবশ্য ফিফটির দেখা পেলেন সাব্বির। ঠিক ৫০ রান করে সিকান্দার রাজার বলে মুজারাবানির হাতে ক্যাচ তুলে দেন তিনি। তিনি ৩২ বলে ৯টি চারের মারে সাজান অর্ধশত রানের ইনিংসটি। এর আগে সিরিজের প্রথম টি-২০ তে ৪৬ রানে ক্রেমারের শিকার হন সাব্বির। ৩৬ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ইসিংসটি সাজান তিনি। আর দ্বিতীয় ম্যাচে হার না মানা ৪৩ রানের ম্যাচজয়ী ইসিংস খেলেন বাংলাদেশের এই তারকা। ৩০ বলে একটি চার ও তিনটি ছক্কায় এ রান করেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। এছাড়া ওই ম্যাচে বল হাতেও ঝলক দেখান তিনি। ২১ ওভারে ১১ রান দিয়ে তিন উইকেট নেন সাব্বির। অলরাউন্ডার পারফরম্যান্সের বদৌলতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ওঠে তার হাতে।