Last Updated on জুলাই ২৬, ২০২৪ by
এবার নতুন সিরিজে ঝড় তুলবেন আলি-সামান্থা
সদ্যই বাবা হয়েছেন বলিউড অভিনেতা আলি ফজল। তার স্ত্রী রিচা চাড্ডা সম্প্রতি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এছাড়াও মির্জাপুর সিরিজের তৃতীয় সিজন মুক্তির পর বেশ আলোচনায় উঠে এসেছেন এই অভিনেতা। এরইমধ্যে নতুন কাজে যুক্ত হলেন আলি ফজল। আর এবার প্রথমবারের মতো দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, সামান্থা রুথ প্রভুর ‘রক্ত ব্রহ্মা-’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলি ফজল। রাজ ও ডিকে’র নির্দেশনায় নির্মিত হবে এই সিরিজ। শো’টির কলাকুশলী চূড়ান্ত হয়েছে। এতে আরো রয়েছেন রয়েছেন আদিত্য রায় কাপুর এবং ভামিকা গাব্বি। আগামী সপ্তাহে মুম্বাইয়ে শুরু হতে চলেছে এই ৬ পর্বের সিরিজের শ্যুটিং। আলি তার অন্যান্য প্রজেক্টের সঙ্গে আগস্ট মাস জুড়ে সিরিজের শ্যুটিং করবেন। আলি ফজলকে সামনে দেখা যাবে অনুরাগ বসুর ‘মেট্রো… দিজ ডেজ’সহ বেশ কিছু বিগ বাজেটের কাজে। ‘মেট্রো… দিজ ডেজ’-এ সারা আলি খান, আদিত্য রায় কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, নীনা গুপ্তা, কঙ্কণা সেনশর্মা এবং ফাতিমা সানা শেখও অভিনয় করেছেন। ২৯ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এটি। এছাড়াও সানি দেওলের ‘লাহোর ১৯৪৭’ সিনেমাতেও দেখা যাবে আলিকে। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন প্রীতি জিনতা এবং সানি দেওল। অন্যদিকে সামান্থা রুথ প্রভুকে সর্বশেষ দেখা গিয়েছিল বিজয় দেবেরকোন্ডার বিপরীতে ‘খুশি’তে। সামনে ‘বঙ্গারাম’ নামে একটি চলচ্চিত্রেও কাজ করবেন তিনি।