মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ১৪, ২০২৪ by

এবার ডিভাইসের ধরণ অনুযায়ী দেখা যাবে অ্যাপের রেটিং

গুগল প্লে স্টোর হলো গুগল পরিচালিত এবং উন্নতয়নকৃত একটি ডিজিটাল বিতরণ পরিসেবা। এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলমান শংসাপত্রপ্রাপ্ত ডিভাইসের অফিসিয়াল অ্যাপ স্টোর হিসেবে কাজ করে, যা ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড সফটওয়্যার উন্নয়ন কিট (এসডিকে) দিয়ে তৈরি এবং গুগলের মাধ্যমে প্রকাশিত অ্যাপ্লিকেশনগুলো ব্রাউজ এবং ডাউনলোড করার সুবিধা প্রদান করে। সম্প্রতি এতে অ্যাপ রেটিং দেখার নতুন সুবিধা যুক্ত করতে কাজ করছে গুগল। অ্যান্ড্রয়েড অথোরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল প্লে স্টোর অ্যাপের ৪১.৭.১৬-৩১ বেটা সংস্করণে নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। সুবিধাটি চালু হলে স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার ও স্মার্টওয়াচ থেকে গুগল প্লে স্টোরে প্রবেশ করলেই যন্ত্রের ধরন বুঝে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপের আলাদা রেটিং দেখা যাবে। বর্তমানে গুগল প্লে স্টোরে ফোন, ক্রোমবুক ও ট্যাবলেট কম্পিউটারের জন্য আলাদা তিনটি ট্যাবে অ্যাপের রেটিং প্রদর্শন করে থাকে গুগল। আর এসব ট্যাবে ক্লিক করলেই নির্দিষ্ট যন্ত্রের উপযোগী অ্যাপটির রেটিং দেখা যায়। তবে নতুন সুবিধাটি চালু হলে অ্যান্ড্রয়েডের বিভিন্ন যন্ত্র থেকে গুগল প্লে স্টোরে প্রবেশ করলেই, স্বয়ংক্রিয়ভাবে সে যন্ত্রের উপযোগী অ্যাপের রেটিং দেখা যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড যন্ত্রের পাশাপাশি টেলিভিশন ও গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেমের জন্যও বেশ কিছু নতুন সুবিধা যুক্তের জন্য কাজ করছে গুগল। বর্তমানে এর কার্যকারিতা নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর পরীক্ষা করে দেখছে প্রতিষ্ঠানটি। যা শিগগিরই সবার জন্য উন্মুক্ত করা হতে পারে।

About The Author

শেয়ার করুন