বুধবার, ১৮ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২১ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ১২, ২০২৪ by

এবার ওয়েব ফিল্মে পারশা মাহজাবীন পূর্ণী

ছোটবেলা থেকেই গান করেন পারশা মাহজাবীন পূর্ণী। এরই মধ্যে মৌলিক গান প্রকাশ করেছেন নিজের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি গেয়েছেন নাটকের গানও। এখানেই থেমে নেই, কিছুদিন হলো অভিনয় শুরু করেছেন এই গায়িকা। প্রবীর রায় চৌধুরীর ‘লাই লাইন’ নাটকে অভিনয় করেছেন। গান করেছেন ‘লাভ সাব’ নাটকে। এ ছাড়া মাহমুদুর রহমান হিমির নাটকেও অভিনয় করেছেন তিনি। তবে এসব পরিচয়ের বাইরে হুট করে পারসা সমাদৃত হয়েছেন গেল জুলাই-আগস্টে গাওয়া একটি গানের কারণে। ‘চলো ভুলে যাই’ শিরোনামের গানটি নতুন করে পারসাকে জনপ্রিয় করেছে। গেল ২৭ জুলাই গানটি আপলোডের পর সেটি অসংখ্য মানুষ শেয়ার মন্তব্য করেছেন। আন্দোলন বেগবান করতেও ভূমিকা রেখেছে গানটি। এবার জানা গেলো সেই পারসা অভিনয় করতে যাচ্ছেন একটি ওয়েব ফিল্মে। ওটিটি প্লাটফর্ম চরকির নতুন সিরিজ ’ঘুমপরী’ ওয়েব ফিল্মে যুগল হিসেবে দেখা যাবে প্রীতম–তিশাকে। এই ফিল্মেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জুলাই-আগস্টের আন্দোলনে ‘চলো ভুলে যাই’ গান গেয়ে ভাইরাল হওয়া পারসা মাহজাবীন। এটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম।

About The Author

শেয়ার করুন