দৈনিক গৌড় বাংলা

মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

এবার এক হাজার গোলের দিকে নজর রোনালদোর

বয়সের ঘর পেরিয়ে গেছে ৩৯। তবুও থামাথামির নাম নেই ক্রিস্টিয়ানো রোনালদোর। একের পর এক মাইলফলক পেরিয়ে যাচ্ছেন অবলীলায়। নয়শ গোলের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পর্তুগিজ যুবরাজ। তবে এখানেই থেমে থাকতে চান না সময়ের সেরা এই তারকা। তার লক্ষ্য এক হাজার গোলের চূড়া! ইংল্যান্ডের কিংবদন্তি ডিফেন্ডার ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রিও ফার্ডিনান্ডের সঙ্গে একসময় খেলেছেন রোনালদো। তার সঙ্গে আলাপকালেই পর্তুগিজ যুবরাজ জানিয়েছেন, তিনি এক হাজার গোলের মাইলফলক ছুঁয়ে থামতে চান। মুখ ফুটেই রোনালদো বলেছেন, ‘আমি এক হাজার গোল করতে চাই।’ ফার্ডিনান্ডের ইউটিউব চ্যানেলের জন্য একটি সাক্ষাৎকার দিয়েছেন রোনালদো। সেখানেই নিজের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি ১০০০ গোল করতে চাই। চোটে না পড়লে এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে ৯০০ গোল, তারপর আমার চ্যালেঞ্জ এক হাজার গোল করা।’ ফুটবল কিংবদন্তিদের সঙ্গে প্রায় তুলনা চলে রোনালদোর। সেই প্রসঙ্গে টেনে রোনালদো আরও বলেন, ‘আমি যত গোল করেছি সেগুলোর ভিডিও আছে। আমি পেলে, ডি স্টেফানো সবাইকেই সম্মান করি। তবে যদি তুমি আরও গোল চাও, অনুশীলনেরগুলো যোগ করতে পারো। দর্শক কাকে পছন্দ করে সেটা নিয়ে আমি ভাবি না।’ অবসর প্রসঙ্গে রোনালদোর ভাবনা কি? ফার্ডিনান্ডের এই প্রশ্নের এভাবে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা, ‘জানি না কবে শেষ করবো। যত খেলা যায়, ততই শেখার সুযোগ। তবে একটি ব্যাপার শিখেছি, মুহূর্ত উপভোগ করতে হয়। যেদিন মনে হবে আমি কিছুই করতে পারছি না, সেদিন ব্যাগ গুছিয়ে চলে যাব। কিন্তু সেই সময় থেকে এখনো দূরে আছি।’

About The Author