শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ৭, ২০২৪ by

এবার উপজেলা নির্বাহী অফিসার চরিত্রে বাঁধন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন ‘মাস্টার’ নামে একটি সিনেমা করছেন। সিনেমাটি পরিচালনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। সম্প্রতি টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে গিয়ে শুটিং শেষ করেছেন। ছবিতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) চরিত্রে দেখা যাবে বাঁধনকে। চরিত্রটি ভালোমতো ফুটিয়ে তোলার জন্য তিনি সচিবালয়ে গেছেন, অফিসারদের কাজ দেখেছেন, ভিডিও ফুটেজ দেখেছেন এবং পরিচালকের সহযোগিতাও নিয়েছেন। বাঁধন বলেন, ‘মাস্টার সিনেমার প্রধান চরিত্র নাসির ভাই করেছেন। গল্পটা দুর্দান্ত, এক কথায় অসাধারণ। এত ভালো গল্প যা বলে শেষ করার নয়। বারবার মনে হয়েছে এটার অংশ হতে চাই।’ তিনি আরও বলেন, ‘ইউএনও চরিত্রে প্রথমবার অভিনয় করেছি। দর্শকদের সিনেমাটি ভালো লাগবে।

সত্যি কথা বলতে খুফিয়া করার পর মনে হয়েছে আরও একটি ভালো কাজ করলাম। এই সিনেমায় অনেক শিল্পী অভিনয় করেছেন। সবাই খুব ভালো করেছেন।’ মাস্টার সিনেমার শুটিং করার জন্য বাঁধন বেশ কয়েক দিন থেকেছেন মধুপুরের ব্র্যাকের লার্নিং সেন্টারে। তিনি বলেন, ‘ওখানকার পরিবেশটা সুন্দর। এত ভালো পানি, এত ফ্রেশ খাবার এবং চারদিকে সব কিছু সবুজ। মনটাই অন্যরকম ভালো ছিল কয়েকটি দিন। শুটিং করতে গিয়ে পুরো টিম মিলে অনেক আনন্দ করেছি। মম ছিল, ফজলুর রহমান বাবু ভাই, জর্জ ভাই, নাসির ভাইসহ বড় একটা টিম ছিল। ওখানে গিয়ে চুল এবং ত্বক আরও সুন্দর হয়েছে ফ্রেশ খাবার খেয়ে এবং পানি খেয়ে।’

About The Author

শেয়ার করুন