Last Updated on জুন ১৫, ২০২৫ by
এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি গঠন : প্রধান সমন্বয়কারী আলাউল হক
বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আলাউল হককে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
গত ৫ জুন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা গেছে।
জেলা কমিটিতে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন পাঁচজন। তারা হলেন— মো. আবু মাসুদ, মো. শামীম বাবু, মো. রজেবুল ইসলাম, মো. নজরুল ইসলাম ও বায়েজীদ ইসলাম জীবন। এছাড়া সদস্য হিসেবে যাদের রাখা হয়েছে তারা হলেন— এম. এম. মোবিন বাবু, মো. ওমর ফারুক, মো, জাহাঙ্গীর আলম, মোসা. সুমাইয়া ইসলাম শান্তা, মো. বাবর আলী (সদর), মো. তোফাজুল হক, এ.কে.এম. সাইদুর রহমান, মো. তসিকুল আজম, মো. শেখ অলিউল ইসলাম কাফি, মোসা. মাগফেরাত আখতার, শেখ আব্দুস সবুর জেন্টু ও মো. নাজমুল খান লিটন।
রবিবার মুঠোফোনে যোগাযোগ করা হলে মো. আলাউল হক গৌড় বাংলাকে বলেন— “আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের হুজরাপুর মহল্লায়। আমি দীর্ঘদিন ধরে ঢাকায় থাকি। জুলাই আন্দোলনের সময় ঘরে থাকতে পারিনি, ছেলেদের সঙ্গে আন্দোলনে শরিক হয়েছিলাম। আমাকে এনসিপির পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জের দায়িত্ব দেয়া হয়েছে। দোয়া করবেন, আমি যেন দায়িত্বটা ঠিকমতন পালন করতে পারি।”