Last Updated on জুন ২৫, ২০২৫ by
এনবিআর কর্মীদের রাজস্ব আদায়ে মনোনিবেশ করতে অর্থ উপদেষ্টার আহ্বান
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিদায়ী অর্থবছরের (অর্থবছর ২০২৪-২৫) শেষ কয়েকদিন বাকি থাকায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করে রাজস্ব আদায়ে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন।
অর্থ উপদেষ্টা বিসিএস (কর) ও বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের প্রতিনিধিদের আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় এনবিআর সম্পর্কিত এরই মধ্যে জারি করা অধ্যাদেশ নিয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, এই আলোচনার মাধ্যমে সকল ভুল বোঝাবুঝি দূর করে, সকলের ঐকমত্যের ভিত্তিতে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা সম্ভব হবে।
এর আগে, ১২ মে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছিল।
উল্লেখ্য, উপদেষ্টা পরিষদ গত ১৬ জানুয়ারি তাদের সভায় এনবিআর সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটির জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে রাজস্ব বোর্ডকে দুটি পৃথক বিভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়।