Last Updated on জুলাই ৩, ২০২৫ by
এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
‘সময়ের সাথে, আগামীর পথে’— স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে নানান কর্মসূচি উদ্যাপিত হয়েছে।
উল্লেখ্য, ৩ জুলাই এনটিভি ২২ বছর পেরিয়ে ২৩ বছর পদার্পণ করে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের ইমোশন ক্যাফে’র হলরুমে এনটিভি’র স্টাফ করেসপন্ডেন্ট শহীদুল হুদা অলকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ সাংবাদিক দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক, দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সিনিয়র সাংবাদিক রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেট কমিটির কোষাধ্যক্ষ নাসিরুল ইসলাম নাসু।
সভায় আলোচকরা এনটিভি’র ২২ বছরের পথচলার নানান দিক তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণে এনটিভি’র বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রসংশা করেন।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
কর্মসূচিতে শিক্ষক, সামাজিক সংগঠক, সাংবাদিকসহ শিক্ষার্থীরা অংশ নেন।
এর আগে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পোল্লাডাঙ্গা সমাজসেবক সংঘ মাঠে বৃক্ষরোপণ করা হয়।