এতিম শিশুদের নিয়ে সমকালের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

10

সমকালের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সূধী সমাবেশ, কেক কাটা, আলোচনা সভা ও এতিম শিশুদের খাবার পরিবেশন করেন চাঁপাইনবাবগঞ্জের সুহৃদরা। জেলা সুহৃদ সমাবেশের উদ্যোগে সকালে কেয়া শপিং সেন্টারের মিলনায়তনে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন জেলা সুহৃদ সমাবেশের সভাপতি মনির হোসেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সূচনা বক্তব্য দেন সমকাল সুহৃদ সমাবেশ উপদেষ্টা আকবর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু, শিবগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আমিনুল হক সোনা, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি নাদিম হোসেন, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের প্রশিক্ষক মো. মোস্তাফিজুর রহমান।
পরে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রের দেড়শ শিক্ষার্থীকে কেক ও খাবার পরিবেশন করা হয়।