শুক্রবার, ২০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মার্চ ১১, ২০২৫ by

এতিম শিশুদের ঈদ উপহার আইএফআইসি ব্যাংকের

চাঁপাইনবাবগঞ্জে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার লক্ষে ঈদ উপহার বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।
মঙ্গলবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের নামোশংকরবাটী তারবিয়াতুল মাসাকিন ইয়াতিমখানা এবং আসাদ-আকলিমা মহিলা ইয়াতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় ৫০ জন এতিম শিশুর মধ্যে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়।
উপহার সামগ্রী তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ শাখার ম্যানেজার রিপন বসাক। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, তাইফুর রহমান, আইএফআইসি ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার নাজমুল ইসলাম, মার্কেটিং অ্যান্ড সেলস অফিসার তৌহিদ আহমেদ।
উল্লেখ্য, দেশব্যাপী সকল জেলাগুলোয় পবিত্র রমজান মাসব্যাপী এই কর্মসূচি পালন করছে আইএফআইসি ব্যাংক। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে আইএফআইসি ব্যাংক সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।

About The Author

শেয়ার করুন