এডিবি সাড়ে ৪ কোটি ডলার দেবে পানি ব্যবস্থাপনায়

67

03-

দেশের বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করতে বাংলাদেশকে সাড়ে চার কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
‘সাউথ ওয়েস্ট এরিয়া ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্সেস প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পে এ অর্থ ব্যয় করা হবে।
রোববার এ বিষয়ে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে একটি চুক্তি স্বাক্ষর হয়। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও এডিবি ঢাকা অফিসের আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুচি চুক্তিতে সই করেন।
প্রকল্পে ৭০ লাখ ডলার অনুদান দেবে নেদারল্যান্ডস সরকার। ঋণ ও অনুদান মিলে প্রকল্পে মোট সহায়তা পাওয়া যাচ্ছে পাঁচ কোটি ২০ লাখ ডলার। বর্তমান বিনিময় হার অুনযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৪১৬ কোটি টাকা।
অনুষ্ঠানে জানানো হয়, ছয় কোটি ৩৭ লাখ ডলার ব্যয় ধরে দক্ষিণ পশ্চিমাঞ্চল সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এতে নেদারল্যান্ডস সরকার ও এডিবির সহায়তা ছাড়া বাংলাদেশ সরকারের তহবিল থেকে প্রায় এক কোটি ১৭ লাখ ডলার ব্যয় করতে হবে।
সহজ শর্তে এশীয় উন্নয়ন তহবিল (এডিএফ) থেকে এ ঋণ দিচ্ছে এডিবি। এ ঋণ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে শোধ করতে হবে বাংলাদেশকে। সুদের হার ২ শতাংশ।
প্রকল্পের আওতায় ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাগুরা ও যশোর জেলার সেচ ব্যবস্থার উন্নয়ন করা হবে। পাঁচ জেলার ১৬ উপজেলায় বাস্তবায়ন করা হবে ১১টি উপ-প্রকল্প।
মেজবাহউদ্দিন বলেন এ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রকল্প এলাকায় বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল হবে।
এছাড়া প্রকল্প বাস্তবায়ন হলে গ্রামীণ জনগণের জীবন যাত্রার মান উন্নয়ন হবে বলেও জানান তিনি।