বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on ফেব্রুয়ারি ১৮, ২০২৫ by

এটিএম আজহারুলের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে এই কর্মসূচি পালন করে জেলা জামায়াত।
বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে সমবেত হন দলটির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা।
জেলা জাময়াতের আমির আবুজার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মো. আবু বকর, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি মো. লতিফুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলেশুর রহমান।
পরে পৌরসভার সামনে থেকে বিক্ষাভ মিছিল বের হয়ে নিউ মার্কেট-বাতেন খাঁর মোড় হয়ে শান্তিমোড়ে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. রফিকুল ইসলাম বলেন, তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি থাকা অবস্থায় জামায়াতের নেতৃত্বকে শূন্য করার জন্য ফ্যাসিস্ট সরকার এটিএম আজহারুল ইসলামকে কেন্দ্রীয় অফিস থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি হাইকোর্টে জামিন পাওয়ার পরও তাকে পুনরায় বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং মিথ্যা সাজানো সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তার মামলার রায় দেওয়া হয়। গত ৫ আগস্টের পর আমরা ভেবেছিলাম অন্যায় এবং মিথ্যা মামলা থেকে তাকে মুক্তি দেওয়া হবে কিন্তু অনেককে মুক্তি দেওয়া হলেও এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। আমরা তার দ্রুত মুক্তি চাই।
জেলা জামায়াত আয়োজিত কর্মসূচি থেকে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবি জানান বক্তারা। তা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেয়া হয়।
উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে তিনটি অভিযোগে ফাঁসি, একটি অভিযোগে ২৫ বছর এবং আরেকটি অভিযোগে ৫ বছর কারাদ- দেন। এর আগে ২০১২ সালের ২২ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়।

About The Author

শেয়ার করুন