এখন আর আমাদের শব্দ কিনতে হয় না : সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল ওদুদ এমপি

47

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ বলেছেন, স্বাধীন বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন এবং তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে সকল প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন।
শনিবার বিকেলে জেলাশহরের ২ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর বৃত্তিপ্রাপ্ত ২ শিক্ষার্থীসহ চলতি বছরের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে তিনি বলেনÑ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণ হওয়ায় এখন আর আমাদের শব্দ কিনতে হয় না। ওই স্যাটেলাইটের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করছি এবং বাইরের দেশে বিক্রি করেও আয় হচ্ছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে একটি করে মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছেন। আওয়ামী লীগই একমাত্র দল, যারা ইসলামের জন্য অনেক কিছু করেছে এবং করছে।
ওদুদ বলেনÑ প্রধানমন্ত্রী তাহাজ্জুদের নামাজ আদায় করেন, সকালে ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের কাজ শুরু করেন। অথচ বিএনপি-জামায়াতের লোকেরা বলেন আওয়ামী লীগ ইসলাম ধর্ম মানে না। কথাটি মোটেও সঠিক নয়। প্রধান অতিথি বলেনÑ বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও তারা ইসলামের জন্য কিছুই করেনি।
বিদ্যালয় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে আব্দুল ওদুদ আরো বলেনÑ আপনাদের ভুলের কারণে একাদশ জাতীয় নির্বাচনের পর গত চার বছরে সদর উপজেলায় কোনো উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, মাতৃত্বকালীন, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ভাতা চালু করেছেন। শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে সেজন্য উপবৃত্তি দিচ্ছেন। দিয়াড় অঞ্চলের মানুষের জন্য ‘শেখ হসিনা’ ব্রিজ করে দিয়েছেন, যে রেললাইনে প্রতিদিন রেলের বগি পড়ে যেত সেই রেললাইন করে দিয়েছেন, বনলতা ট্রেন দিয়েছেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে দৃষ্টিনন্দন ভবন করে দেয়া হয়েছে এবং হচ্ছে। তিনি মা-বোনদের আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানান।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেনÑ সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদর উপজেলা প্রকৌশলী নূর নাহার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জন পলাশ হাসদাঁ। সূচনা বক্তব্য দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মারুফুল হক। এসময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার কুন্ডুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ তৈরিতে এবং সার্বিক উন্নয়নে প্রধান শিক্ষক মারুফুল হকের ঐকান্তিক প্রচেষ্টার কথা তুলে ধরেন বক্তারা।