সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জানুয়ারি ৪, ২০২৫ by

এখনই টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন না রোহিত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টে না খেলার কারণ হিসেবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন তিনি ফর্মে ছিলেন না। একইসাথে তিনি জানিয়ে দিয়েছেন এখনই টেস্ট ক্রিকেটকে বিদায় বলারও সময় আসেনি। চলমান পাঁচ ম্যাচের সিরিজে কোনভাবেই নিজেকে মানিয়ে নিতে পারেননি অভিজ্ঞ এই ওপেনার। যে কারণে সমালোচকরা তাকে টেস্ট থেকে বাদ দেবার পরামর্শও দিয়েছেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলমান শেষ টেস্টের আগে সফরকারী ভারত ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল। শেষ টেস্টে বাদ পড়ার পর অনেকেই ধরে নিয়েছেন লাল বলে হয়তো শেষটা দেখে ফেলেছেন রোহিত। কিন্তু ৩৭ বছর বয়সী রোহিত এত সহজে হার মানতে নারাজ। ভারতীয় সম্প্রচার প্রতিষ্ঠান স্টার স্পোর্টসকে রোহিত বলেছেন, ‘আমি কোথাও যাচ্ছিনা। এই টেস্টে না খেলার সিদ্ধান্ত মানে এই নয়যে আমি অবসরে যাচ্ছি। আমি শুধুমাত্র এই ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’ দ্বিতীয় সন্তান জন্মের কারণে পার্থে প্রথম টেস্টে খেলেননি রোহিত। তারপর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খুব একটা মনোযোগী হতে পারছেন না। এ পর্যন্ত পাঁচ ইনিংসের কোনটাতেই ১০ রান পার করতে পারেননি। রোহিত জানিয়েছেন তিনি কোচ ও নির্বাচকদের ফর্মহীনতার কথা বলেছেন। এ কারণে গুরুত্বপূর্ণ শেষ টেস্টে এমন একজনকে দলভুক্ত করতে বলেছেন যিনি ফর্মে আছেন। অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে ঘরের মাঠে টেস্ট সিরিজে পরাজিত হয়েছিল ভারত। ঐ সিরিজেও রোহিতের ফর্ম নিয়ে প্রশ্ন উঠে। গত বছর বিশ্বকাপ জয়ের পর টি২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রোহিত। শুক্রবার রোহিতের পরিবর্তে অধিনয়ক হিসেবে টস করেছেন জাসপ্রিত বুমরাহ।

About The Author

শেয়ার করুন