শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২৬, ২০২৫ by

এক ফ্রেমে বন্দি হলেন আলিয়া-উর্বশী

আনুষ্ঠানিকভাবে পর্দা নেমেছে ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এই উৎসবে সারা বিশে^র নামিদামি তারকারা উপস্থিত হয়েছেন। এই বছরটি ভারতের জন্য বিশেষ ছিল, কেননা এবার কানে উপস্থিত ছিলেন বলিউডের একঝাঁক তারকা। উপস্থিত ছিলেন আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, শর্মিলা ঠাকুর, উর্বশী রাউতেলা, অদিতি রাও হায়দারি এবং করণ জোহর। যদিও ভারতের অস্থির পরিস্থিতির কথা মাথায় রেখে প্রথমে উৎসবে অংশগ্রহণ করতে রাজি হননি আলিয়া, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার পর তিনি প্রথমবার অভিষেক করলেন কান চলচ্চিত্র উৎসবে। কান উৎসবে বলিউডের একাধিক তারকাদের একে অপরের সঙ্গে দেখা হয়ে যায়। বিদেশের মাটিতে এই দেখা যেন নিজের মানুষকে দেখতে পাওয়ার মতো আনন্দ পাওয়া। আর তাই আলিয়াকে কান চলচ্চিত্র উৎসবে দেখে সেলফি তুলতে ভুলেননি উর্বশী। আলিয়ার সঙ্গে তোলা এই সেলফি নিজের ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। উর্বশীর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, আলিয়া পরেছেন একটি সাদা-কালো রঙের চেক চেক শার্ট, সোনালি রঙের কানের দুল এবং একটি সানগ্লাস। উর্বশী নিজেকে সাজিয়েছেন একটি সাদা রঙের পোশাকে। আলিয়া এবং উর্বশী দুজনকে এক ফ্রেমে দেখে ভীষণ খুশি ভক্তরা। পোষ্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘যখন কানে সাহসী সুন্দরীরা মুখোমুখি হয়।’ অন্য একজন লিখেছেন, ‘দুই বোনের মতো দেখতে লাগছে।’ তৃতীয় একজন লিখেছেন, ‘তোমাদের দুজনকেই যেন পুতুলের মতো দেখতে লাগছে।’

About The Author

শেয়ার করুন