এক কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে একজন আটক

9

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামের একটি কবরস্থানের সামনে থেকে ১ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটক হওয়া ব্যক্তি সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হঠাৎপাড়া গ্রামের মো. আব্দুল কাইয়ুমের ছেলে মো. আজম আলী (৩৫)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে¡¡ মাদক বিরোধী অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চলানো অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. আজম আলীকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে র‌্যাব জানায়।