চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহীবাগের ৩ যমজ বাচ্চার মা তাজরিনের হাতে সেলাইমেশিন তুলে দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী দম্পতি। রবিবার সকাল ৯টায় তাজরিনের হাতে এ সেলাইমেশিন তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- ডা. গোলাম রাব্বানীর সহধর্মিণী ও জেলা ওয়েলফেয়ার ক্লাবের সভানেত্রী সেলিনা বিশ্বাস, তাজরিনের বাবা অটোবাইক চালক বাবুল ইসলাম।
উল্লেখ্য, ২০২২ সালের ১৫ জানুয়ারি ৩ যমজ বাচ্চার জন্ম দেন পৌরসভার ১১নং ওয়ার্ডের নতুন হাট এলাকার নতুন পাড়া গ্রামের অটোবাইক চালক বাবুল ইসলামের মেয়ে তাজরিন। জন্মের পর থেকেই অসচ্ছল পরিবারটি বাচ্চাগুলো লালন-পালনে হিমশিম খাচ্ছিল। এ নিয়ে দৈনিক গৌড় বাংলাসহ বিভিন্ন দৈনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েটির অসহায়ত্বের কথা তুলে ধরে সংবাদ পরিবেশন করা হয়। সে সময় ডা. রাব্বানীসহ বিভিন্ন মানুষ মেয়েটির পরিবারকে আর্থিক সহযোগিতায় এগিয়ে আসেন।
এখন ওই বাচ্চাগুলোর মাকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে সেলাইমেশিন তুলে দেন ডা. গোলাম রাব্বানী দম্পতি।