Last Updated on ডিসেম্বর ১৬, ২০২৪ by
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ উদ্যাপন করেছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত করা হয়। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সংবলিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস-২০২৪ উদযাপন কমিটির আহ্বায়ক, ড. মো. সাহেব আলী প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) ড. মো. মাহাবুবুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের অ্যাসোসিয়েট ডীন মো. ইউসুফ হোসেন খান, আইন বিভাগের বিভাগীয় প্রধান এসএম শহিদুল ইসলাম , বিজয় দিবস-২০২৩ উদ্যাপন কমিটির সদস্য সচিব ও প্রক্টর, ইকবাল মো. মাযহারুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।