Last Updated on নভেম্বর ২, ২০২৪ by
একদিন চলেই রহনপুর থেকে বন্ধ হলো কৃষিপণ্য স্পেশাল ট্রেন
কৃষিপণ্য না পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে চালু হওয়া কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি বন্ধ ঘোষণা করা হয়েছে। একদিন চলেই চালুর ৭ দিনের মাথায় ট্রেনটি বন্ধ করা হলো।
রহনপুর রেলস্টেশনের স্টেশনমাস্টারের দায়িত্বে থাকা মামুনুর রশিদ জানান, গত বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন এখন থেকে অনির্দিষ্টকালের জন্য ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেনটি বন্ধ থাকবে।
কি কারণে ট্রেনটি বন্ধ করা হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগের শনিবার ২৬ অক্টোবর রহনপুর থেকে ট্রেনটি ছেড়ে যায়। তবে সেদিন কোনো ধরনের কৃষিপণ্য পাওয়া যায়নি। ফলে কৃষিপণ্য ছাড়াই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ধারণা করা হচ্ছে, কৃষিপণ্য না পাওয়ায় ট্রেনটি বন্ধ করা হয়েছে।
‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেনটি সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি শনিবার রহনপুর-ঢাকা রুটে চলাচল শুরু হয়েছিল।
নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজার দর নিয়ন্ত্রণে ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’ নামের এই ট্রেনটি চালু করা হয়। দেশের দক্ষিণ ও উত্তর অঞ্চল থেকে সপ্তাহে তিন দিন এই বিশেষ ট্রেনে রাজধানী ঢাকাতে কম খরচে সবজি ও কৃষিপণ্য পরিবহন করার সুবিধার কথা বলা হয়।
কৃষিপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, সড়কপথে চাঁদাবাজি ও হয়রানি লাঘবে এই স্পেশাল ট্রেন চালু করা হয় বলে জানায় রেল বিভাগ।
প্রথম খুলনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় স্পেশাল ট্রেনটি। পরে গত ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে কোনো ধরনের কৃষিপণ্য পাওয়া যায়নি সেদিন। আর এরপরই রহনপুর থেকে ট্রেনটি চলাচল বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ।