বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on অক্টোবর ৩১, ২০২৪ by

একদিনে বছরের সমান বৃষ্টি, স্পেনে বন্যায় মৃত্যু বেড়ে ৯৫

কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যার কবলে পড়েছে স্পেন। এতে দেশটিতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও অনেকে। বৃহস্পতিবার বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া প্রদেশে প্রবল বৃষ্টি হয়েছে। এ কারণে গত মঙ্গলবার থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় ভবন ও সেতু ভেসে গেছে। অনেকে প্রাণে বাঁচতে ছাঁদ এবং গাছে উঠতে বাধ্য হয়েছেন। দেশটির আবহাওয়াবিদরা বলছেন, গত মঙ্গলবার ভ্যালেন্সিয়ার কিছু অংশে আট ঘণ্টায় এক বছরের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এমন পরিস্থিতিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। চরম আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকায় কিছু উদ্ধার প্রচেষ্টা সীমিত করা হয় বলে জানান তিনি। দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বহু মানুষ নিখোঁজ রয়েছে তাই মৃত্যুর সংখ্যা আরও অনেক বাড়তে পারে। বিবিসি বলছে, শুধু ভ্যালেন্সিয়াতেই ৯২ জনের মৃত্যুর রিপোর্ট করা হয়েছে, এ ছাড়া কাসতিলা লা-মানচায় দুইজন এবং মালাগায় একজন মারা গেছেন। বার্তাসংস্থা রয়টার্স বলছে, বন্যার কারণে দেশটির মহাসড়কগুলোতে এলোমেলো গাড়ির স্তূপ জমে যায়। স্পেনের কমলা উৎপাদনের প্রধান অঞ্চলটির খামারগুলোও ডুবে গেছে।

About The Author

শেয়ার করুন