আপনি চাকুরিকে ভালোবাসেন কিন্তু অফিসটাকে পছন্দ করতে পারছেন না? ছোট্ট ছোট্ট খাচার মতো ডেস্কগুলো আপনার সৃজনশীলতা অনেক নষ্ট করতে পারে, এমনকি স্বাস্থ্যের উপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে পারে। আবার কর্মস্থলে একটু প্রকৃতির ছোঁয়া আপনার মনে সতেজতার অনুভূতি নিয়ে আসতে পারে, কর্মক্ষমতা বাড়িয়ে দিতে পারে কয়েকগুণ এবং স্বাস্থ্য সুবিধা তো বলাই বাহুল্য। কর্মস্থলে প্রকৃতির ছোঁয়া আপনার সুখ ও সৃজনশীলতা বাড়িয়ে দেয়, অফিসে অনুপস্থিতি কমিয়ে দেয়, চাকুরি ছাড়ার হার কমে, প্রতিষ্ঠানের লাভ বাড়িয়ে দেয়, ভালো কর্মীদের আকৃষ্ট করে।প্রকৃতি এবং তার বিভিন্ন উপাদানের সঙ্গে আমরা সহজাত টান অনুভব করি। এটাকে বিশেষজ্ঞরা বলেন ‘বায়োফিলিয়া’। এজন্য ঝকঝকে তকতকে অফিস হলে হবে না, এতে নিয়ে আসতে হবে খানিকটা প্রকৃতির ছোঁয়া। কয়েকটা ছোট চারাগাছ বা টব রাখুন ডেস্কের আশেপাশে। প্রয়োজনীয় অক্সিজেনের পাশাপাশি প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্কটা অক্ষুণœ থাকবে আর এতে দেখা যাবে কর্মীদের সৃজনশীলতা ও কর্মক্ষমতা বেড়ে গেছে কয়েকগুণ।