এই সেই অমিত হাসান

110

03-amit_hasan

একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান। এখন প্রায়ই নেতিবাচক ভূমিকায় পর্দায় হাজির হন। দীর্ঘদিন ধরে তাকে পাওয়া যায়নি প্রধান চরিত্রে। সেই খেদ এবার ঘুচলো। নতুন একটি ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। এর নাম ‘মায়া’। শুধু নাম ভূমিকা নয়, চরিত্রটিও ব্যতিক্রমী।
তৃতীয় লিঙ্গের মানুষর মায় অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার। এ কারণে তাকে জীবন দিতে হয়। অতৃপ্ত মায়ার আত্মা ভর করে এক তরুনের ওপর। তার মধ্য দিয়ে শত্রুর ওপর প্রতিশোধ নেয়। ছবির সেই মানুষটি হলেন মায়া তথা অমিত হাসান। সম্প্রতি ছবিটির মহরতে তিনি হাজির হন মায়ার সাজে।
‘মায়া’ প্রসঙ্গে অমিত হাসান বলেছেন, ‘খলনায়ক নয়, ইতিবাচক একটি চরিত্রে দর্শকরা দেখতে পাবেন আমাকে। অ্যাকশনের পাশাপাশি পুরো ছবিতে আমার সাজসজ্জায় থাকছে বৈচিত্র। এমন চরিত্রে আর কাজ করিনি।’
আকাশ আচার্য পরিচালিত ‘মায়া’তে গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক ও আইরিন। এ প্রথম তাদের একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে।