এই বয়সেও ধোনির সাফল্যের রহস্য কী?

4

দুই বিশ্বকাপজয়ী ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বয়স এখন ৪২ ছুঁই ছুঁই। এই বয়সেও চলতি আইপিএলে তিনি ব্যাট হাতে ঝড় তুলছেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে মহেন্দ্র সিং ধোনির স্ট্রাইকরেট ১৩৪.৫৯। কিন্তু এবারের আইপিএলে সেই স্ট্রাইকরেট ২০০ ছাড়িয়ে গেছে (২০৪.২৫)। ধোনির সাফল্যের রহস্য এবার ফাঁস করলেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিভেন ফ্লেমিং। গত বুধবার দিল্লির বিপক্ষে ধোনি ৯ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন। এই ছোট্ট ঝড়েই তার দল লড়াকু সংগ্রহ গড়ে জিতে যায় ২৭ রানে। ম্যাচ শেষে ধোনির সাফল্যের রহস্য নিয়ে ফ্লেমিং বলেন, ‘সে ¯্রফে সুনির্দিষ্ট একটি পথে অনুশীলন করছে।

সে জানে যে লম্বা সময় ব্যাট করবে না। ¯্রফে শেষ তিন ওভারের ব্যাটিংয়ে মনোযোগ দিয়েছে সে। রানিং বিটুইন দ্য উইকেটেও সে আগের মতো কার্যকর নয় অবশ্যই, আজকে (গতকাল) যদিও চেষ্টা কম করেনি।’ এবার চেন্নাইয়ের হয়ে ১২ ম্যাচের ৮ ইনিংসে ব্যাট করে ৯৬ রান করেছেন ধোনি। বল খেলেছেন মাত্র ৪৭টি। ছয়টিতেই ছিলেন অপরাজিত। ৭-৮ নম্বরে নেমে ধোনির এই ছোট্ট ইনিংসগুলোই দলের কাজে লেগেছে। ফ্লেমিং আরো বলেন, ‘সে অনুশীলনে বড় শট আয়ত্ত করার ওপর জোর দিয়েছে। যার ফল আপনারা দেখতে পাচ্ছেন। আমরা তো জানিই যে সে কত ভালো হিট করতে পারে। কিছুকিছু জোনে সে খুবই শক্তিশালী। এখানেই সে নিজেকে আরো ঝালিয়ে নিয়েছে। আজকেও তার ক্যামিও ইনিংসটি দলের জন্য ছিল খুবই মূল্যবান।’