সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ১৪, ২০২৫ by

উৎসবমূখর পরিবেশে বাবুডাইং আলোর পাঠশালায় বাংলা বর্ষবরণ

বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, ঐতিহ্যবাহী নাচ-গান, আলোচনা সভা, মাছ, ভর্তা, পেঁয়াজ, মরিচের সঙ্গে পান্তাভাত খেয়ে উৎসবমূখর পরিবেশে সোমবার বাংলা বর্ষবরণ উদযাপন করেছেন বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামে অবস্থিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এ উপলক্ষে সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামের শিশু ও অতিথিরাও অংশ নেন। বাঁশির সুরে ও ঢাক-ঢোল-ঝাঁইয়ের তালে তালে আনন্দের সঙ্গে শোভাযাত্রা শুরু করা হয়। শোভাযাত্রাটি গ্রামের শেষপ্রান্ত ঘুরে বিদ্যালয়ে এসে শেষ হয়। এসময় ঢাকের তালে তালে আনন্দ নৃত্য শুরু করেন সকলে। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর বাবুডাইং আলোর পাঠশালা প্রতিষ্ঠায় অগ্রগামী শিক্ষানুরাগী ব্যক্তি আশেকুর রহমান স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন ঘুরে ঘুরে বিদ্যাদানকারী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তরিকুল আলম, উন্নয়ন কর্মী আবু রাকিব, আইনজীবী আবু হাসিব, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিউল আজম, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ফুড ফর দি হাংরি’র চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম কমিউনিট টিম লিডার রাজিয়া জান্নাত। এরপর বিদ্যালয়ের সাংস্কৃতিক দলের সদস্যরা বৈশাখীর গানের সঙ্গে নাচসহ গান ও ঐতিহ্যবাহী দাশাই, ঝুমুর নাচ পরিবেশন করেন। শেষে সকলকে নিয়ে পান্তা ভাতের সঙ্গে মাছ, ভর্তা, পেঁয়াজ, মরিচ দিয়ে খাবার আয়োজন করা হয়।
বক্তারা বলেন, বাংলা বর্ষবরণ উদযাপন বাঙালির প্রাণের উৎসব। বাঙালি সংস্কৃতির অন্যতম উদাহরণ বৈশাখের আয়োজন। এ দিনটিকে আনন্দমূখর পরিবেশে সকলে ব্যাপক উৎসাহ নিয়ে উদযাপন করে থাকে। এ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র জাতিসত্ত্বা ও বাঙালি পরিবারের সন্তানদের সম্প্রীতি খুবই ভালো লাগলো। প্রাণবন্ত এ অনুষ্ঠান যেন চলমান থাকে এ কামনা করেন বক্তারা।

About The Author

শেয়ার করুন